Archives
Categories
-
Uncategorized
- সেইন্টমার্টিন দ্বীপNovember 7, 2022
- সন্দ্বীপNovember 7, 2022
- মহামায়া লেকNovember 7, 2022
- সেইন্টমার্টিন দ্বীপ
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ষাট গম্বুজ মসজিদের গঠন
মসজিদের বাইরের দিক দিয়ে উত্তর-দক্ষিণে প্রায় ১৬০ ফুট এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১০৪ ফুট লম্বা। আর ভিতরের দিক দিয়ে উত্তর-দক্ষিণে প্রায় ১৪৩ ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় ৮৮ ফুট লম্বা। মসজিদের দেয়ালগুলো প্রায় ৮ দশমিক ৫ ফুট পুরু। মসজিদের পূর্ব দিকের দেয়ালে রয়েছে ১১ টি বিরাট খিলানযুক্ত দরজা। অন্য দরজাগুলো থেকে মাঝখানের দরজাটি সবচেয়ে বড় । আর উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালে দরজা আছে ৭ টি করে মোট ১৪ টি। মসজিদের চারকোণে চারটি গোলাকার মিনার আছে। প্রতিটি মিনারের চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ। ছাদের কার্নিশের চেয়ে মিনারের উচ্চতা একটু বেশী।
কিভাবে যাবেন ?
ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকাল ৬ টা থেকে ১০ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেঘনা, বনফুল, ফাল্গুনী, আরা, পর্যটক , বলেশ্বর, হামিম ও দোলা পরিবহণের বেশ কিছু বাস ছেড়ে যায়।
এছাড়া ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা এসে সেখান থেকে বাসে বা সিএনজি তে করে ষাট গম্বুজ মসজিদে যেতে হবে।
খোলা ও বন্ধের সময়সূচী
রবিবারে পূর্ণ দিন কেল্লা বন্ধ থাকে এবং সোমবার খোলা হয় বেলা ২ টা থেকে। গরমকালে কেল্লা খোলা থাকে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। শীতকালে কেল্লা খোলা হয় সকাল ৯ টায় এবং বন্ধ হয় বিকেল ৫ টায়। শীত ও গরমকাল উভয় সময় দুপুর ১ঃ০০-১ঃ৩০ পর্যন্ত কেল্লা বন্ধ রাখা হয়। তবে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য ১২ টা ৩০ থেকে ৩ঃ৩০ টা পর্যন্ত কেল্লা বন্ধ রাখা হয়।
প্রবেশ মূল্য
ষাট গম্বুজে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকায় টিকিট করতে হয় তবে বিদেশী দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য দুইশত টাকা।
কোথায় থাকবেন ?
বাগেরহাটে থাকার তেমন ভালো ব্যবস্থা নেই, তবে মাঝারি মানের কিছু আবাসিক হোটেল আছে। রেল রোডে মমতাজ হোটেলে সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান তুলনামূলক ভালো তবে খরচ একটু বেশী। এছাড়া মমতাজ হোটেলের আশেপাশের অন্য হোটেলগুলোতেও খোঁজ নিতে পারেন। আর চাইলে বাগেরহাট থেকে খুলনা গিয়েও আবাসিক হোটেলে থাকতে পারেন।
খাবার সুবিধা
এখানে মোটামুটি মানের বেশ কিছু খাবার হোটেল রয়েছে যার জন্য আপনি বাস স্ট্যান্ড বা দরগার কাছে যেতে পারেন। তবে অবশ্যই খাবারের মান ও দাম সম্পর্কে জেনে নিতে হবে।
Share this tourKandaree is a well known tour operator in Bangladesh.
+88-01713 899 809
10/3, Free School Street, Kawran Bazar Circle, Dhaka-1215, Bangladesh.
Email: info@kandaree.com, support@kandaree.com
Sat - Thu 9.30 - 18.00 Friday CLOSED